![]() ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিএনপির মিছিল |
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর শ্যামলী মহাসড়কে এ কালোপতাকা মিছিল হয় অনুষ্ঠিত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলেন অংশ নেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় শতাধিক নেতা-কর্মী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায় বাতিলের দাবিতে নেতা-কর্মীরা স্লোগান দেন।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএইচ/এমজেএফ