ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

গণতন্ত্র রক্ষায় সবকিছু করতে প্রস্তুত আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
গণতন্ত্র রক্ষায় সবকিছু করতে প্রস্তুত আ.লীগ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছবি: বাংলানিউজ

ঝালকাঠি​: আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা করার জন্য সবকিছু করতে প্রস্তুত উল্লেখ করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপিকে জোর করে নির্বাচনে নিতে হবে? তারা যা বলবে সবকিছু মেনে নিতে হবে?  এটা গণতান্ত্রিক পন্থা নয়। যারা নির্বাচিত হতে পারবে না, তারাই বোমাবাজি করে। বোমা মেরে দাবি আদায় করা যায় না। বোমাবাজি করাটা কোনো গণতান্ত্রিক পথ নয়।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে ঝালকাঠি সার্কিট হাউসে টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, নিরপেক্ষতা মানে এই নয় যে, একটি অনিয়মকে সমর্থন করতে হবে।

নিরপেক্ষতা প্রমাণ করতে বিরোধীদলকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা ভুল ধারণা, যে প্রবণতা বন্ধ করতে হবে। সাংবাদিকদের চিন্তা থাকতে হবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে। কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে হবে।

‘মানুষের কল্যাণে সাংবাদিকতা’ শ্লোগানে ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার।  

অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad