ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুপুরে প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
দুপুরে প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা: আত্মপ্রকাশের ৪ দিনের মাথায় প্রথমবারের মত আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় উত্তরায় জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের মূল এজেন্ডা থাকবে সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করা।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

বিকল্পধারাকে বাইরে রেখে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে  জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।