ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হাঁটু ভাঙা বিএনপি কোমর ভাঙা নেতার কাঁধে ভর করেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
হাঁটু ভাঙা বিএনপি কোমর ভাঙা নেতার কাঁধে ভর করেছে

ঢাকা: বিএনপিকে হাঁটু ভাঙা দল হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাঁটু ভাঙা বিএনপি এখন কোমর ভাঙা নেতার কাঁধে ভর করেছে।

সোমবার (১৫ অক্টোবর) যাত্রাবাড়ী বিআরটিসি ডিপোর সামনে গণসংযোগ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট নামে নতুন জোটের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আহারে বিএনপি! হাঁটু ভাঙা বিএনপি এখন ভর করেছে কোমর ভাঙা এক বুড়ো নেতার (ড. কামাল হোসেনকে ইঙ্গিত করেন) কাঁধে।

কোনো লাভ হবে না।

তিনি বলেন, এ জগাখিচুড়ি ঐক্য জনগণ মানে না। জগাখিছুড়ি ঐক্য জনগণ বিশ্বাস করে না।  

বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোটের ৭ দফা দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইলেকশন সামনে এখন সাত দফা দাবি! সংসদ ভাঙা, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার…। এ সাত দফা দাবি মামা বাড়ির আবদার।

কাদের বলেন, এ সাত দফা হলো ষড়যন্ত্রের দাবি। নির্বাচন বানচালের দাবি।  জনগণ এখন আন্দোলন চায় না, জনগণ এখন নির্বাচন চায়।

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে রসিকতা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কি অবস্থা? বিএনপির কি খবর? খবর নাই, খবর নাই। আন্দোলনের খবর কি? বিএনপি ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি।  

তিনি বলেন, ১৫-২০ দিন পরে নির্বাচনের সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ ১৫-২০ দিনে আন্দোলন হবে? না। এখন আর রোজার ঈদ আর আছে, কোরবানির ঈদ আর আছে? (উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে বলে না)।

কাদের বলেন, ১০ বছরে ২০টা ঈদ চলে গেলো। রোজা এলে বলে কোরবান, কোরবান এলে বলে রোজার ঈদ। আবার কোরবান, আবার রোজার ঈদ, আবার কোরবান, আবার রোজার ঈদ। ১০ বছরে আন্দোলন হয়েছে? দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর? মানুষ বাঁচে কয় বছর?

তিনি বলেন, আন্দোলনে বিশ্বাস করে কেউ? মরা গাঙে জোয়ার আসে না, আসে না। বিএনপির মরা গাঙে আর আন্দোলনের জোয়ার আসবে না। ১০ বছরে আসে নাই, আগামী তিন দিনে আসবে না।

কাদের বলেন, বিএনপির আন্দোলন ভুয়া, ভুয়া, ভুয়া…ভুয়া।  

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতা-কর্মীরা গলা মিলিয়ে স্লোগান দেন বিএনপির আন্দোলন ভুয়া।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।