ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

আইসিইউতে তরিকুলের অবস্থা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আইসিইউতে তরিকুলের অবস্থা অপরিবর্তিত তরিকুল ইসলামের ফাইল ছবি

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভারতীয় চিকিৎসক ডা. রাজু টিটুস চাকোর তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বাংলানিউজকে জানান, তরিকুল ইসলাম অ্যাপোলো হাসপাতালের সার্জিকেল আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।  

গত বুধবার (১০ অক্টোবর) রাতে তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেন্ডারিয়া আজগর আলী মেডিকেলে ভর্তি করা হয়। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ ডায়াবেটিক, উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।