ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিএনপি

মৌলভীবাজারে যুবদলের হামলায় ৪ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
মৌলভীবাজারে যুবদলের হামলায় ৪ পুলিশ আহত মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল থেকে ছোড়া ইট-পাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আহমদ, রনেশ ভট্টাচার্য, কনস্টেবল রনধীর দাস ও মোবারক হোসেন।

তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় যুবদল মিছিল বের করলে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে যায়। এসময় যুবদল নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় চার পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।