ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা .

বরিশাল: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে জেলা যুবদল। 

তবে সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

যুবদল জেলা সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে জাকির হোসেন নামে আমাদের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

    

রোববার (১৪ অক্টোবর) সকালে বরিশাল নগরের সদর রোডের  দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদল জেলা সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি মামুন রেজা খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামিম প্রমুখ।

সমাবেশ  বক্তারা  বলেন,  হয় লড়বো নয় মরবো। তবুও খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

বক্তরা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে এদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। সমাবেশে খালেদা ও তারেকসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।