ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

মির্জা ফখরুলের জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
মির্জা ফখরুলের জিডি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নামে ভুয়া আইডি থাকায় পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই ফেসবুক আইডির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে এ জিডি করেন তিনি।  

বিএনপির প্যাডে লেখা জিডির আবেদনে বলা হয়, ‘আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে।

আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। ’

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি’ নামে একটি আই‌ডি জনৈক মহিউদ্দিন ভূঁইয়া খুলেছেন বলে তথ্য পাওয়ার কথাও জিডিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।
 
ফখরুলের নামে ফেসবুকে অনেকগুলো আইডির সন্ধান পাওয়া যায়। এরমধ্যে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা সচিব বিএনপি’ আইডির লাইক সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি, এর ফলোয়ার প্রায় ৫ লাখ।
 
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ কে বা কারা তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে।  

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।