ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের জামিন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের জামিন

খুলনা: রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মদ রোববার খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএএম) আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নিয়েছেন।

সকালে ১০টা ২৫ মিনিটে তিনি আদালত ভবনে আসেন।

জামিন শুনানির পর পৌনে ১১টার দিকে দলীয় নেতাকর্মীসহ আদালত চত্বর ত্যাগ করেন।

এ সময় ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াইর রহমানকে নিয়ে এ সরকার টানাহেঁচড়া শুরু করেছে। ’

তার আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম আদালত উচ্চ আদালতের জামিননামা গ্রহণ করে সঠিক দায়িত্ব পালন করেছেন। ’

এদিকে, খুলনা সিএএম আদালত চত্বরে সকাল থেকেই উপস্থিত ছিলেন দাঙ্গা, আর্মড ব্যাটালিয়ন ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ।

রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমএম সাজ্জাদ আলী ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।