ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত: মোজাম্মেল হক জনসভায় বক্তব্যে রাখেন মোজাম্মেল হক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন,‘বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে। বিগত দিনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তারা এখন এক হয়েছে। ১৯৭১ সালে যে জামায়াত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিরোধিতা করেছিল তাদের নিয়েই এখন ঐক্যজোটসহ কতো জোট করার পরিকল্পনা চলছে।’

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে কখনও ক্ষমতা থেকে নামাতে পারেনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ক্ষমতা থেকে নামিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এদেশের মাটিতে আর কখনও স্বাধীনতা বিরোধীদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এদেশের জনগণই তাদের প্রতিহত করবে। ’

এর আগে সকাল ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিকেলে দোল্লাই নবাবপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে উপজেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর, দুবাই আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, চাঁদপুরের কচুয়া পৌর মেয়র নাজমূল আলম স্বপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক কুমার মজুমদার, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, উপজেলা তাঁতী লীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad