ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফতুল্লায় বিএনপি-ছাত্রদলের ১৭৮ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ফতুল্লায় বিএনপি-ছাত্রদলের ১৭৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও ছাত্রদলের ১৭৮ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কাজী এনামুল হক।

এ মামলায় ফতুল্লা ছাত্রদলের গ্রেফতার ছয়জন হলেন- নাজমুল ইসলাম (২৮), রাকিব হোসেন (২২), আশিকুর রহমান ফাহিম (১৯), ইব্রাহীম (২৭), মেহেদী হাসান মিলন (৩৫) ও ইয়াসিন আরাফাত বাধন (১৮)।

গ্রেফতারদের কাছ থেকে ১০টি ককটেল, লোহার রড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।  

মামলা অন্য আসামিরা হলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এনামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন, ফতুল্লা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সেলিম চৌধুরী কমল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেম উদ্দিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন পায়েল, থানা ছাত্রদল নেতা শাহজাহান ওরফে শারজাহান, কায়েস আহমেদ পল্লব, জাবেদ, শরীফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট মাহাবুব, কাজী আরিফ, নূর মোহাম্মদ, নিলয়, সোহাগ, সোহেল, মোক্তার হোসেন, আরিফ, গাজী নূরে আলম, বোরহান উদ্দিন ব্যাপারী, ওয়ালি উল্লাহ খোকন, নজরুল, আমিনুল ইসলাম জুয়েল, রফিক, সাগর সিদ্দিকি, গিয়াসউদ্দিন লাভলু, এনামুলসহ অজ্ঞাত আরও ১৪০ জন।  

মামলায় অভিযোগে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বিএনপি নেতা শাহ আলমের নির্দেশে জনসাধারণের সেবা ও অত্যাবশ্যক দ্রব্যাদি সরবরাহের ক্ষতি, জন নিরাপত্তা বিঘ্নিত ও আইন-শৃঙ্খলা ক্ষতিগ্রস্থ করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দলের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আজাদ বিশ্বাস দেশকে অস্থিতিশীল ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য আসামিদের সমাবেত করেছিলেন।  

এতে আরও বলা হয়, ছাত্রদলের জেলার সভাপতি রনির মুক্তির দাবিতে নেতাকর্মীরা জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, পাওয়ার হাউজ, রেলপথ, টেলযোগাযোগ ব্যবস্থা, যানবাহন, রাষ্ট্রায়ত্ত তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সশস্ত্র অবস্থায় মাহমুদপুর সাধু মাতবর রোডের মাথায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহনে ভাঙচুর চালায়।  

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad