ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি-বিকল্পধারা বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
বিএনপি-বিকল্পধারা বৈঠক

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা বৈঠক করেছেন বিকল্পধারার সভাপতি ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডা. বি. চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক হয়। বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে বাংলানিউজকে জানান, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।



অতীতের ভূল-ত্রুটির জন্য বিএনপি ক্ষমা চেয়েছে কি না জানতে চাইলে মাহী বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তাদের সঙ্গে ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।

বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।

শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার ডাকা নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. বি চৌধুরী। ওই সমাবেশে বিএনপি যাবে কি না জানতে চাইলে মাহী বলেন, আমাদের দাওয়াত দিয়েছে আমরা যাব। শুনেছি বিএনপিকেও দাওয়াত দিয়েছে। আলোচনার মধ্যে যতটুকু বুঝলাম তারাও যাবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।