ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এস কে সিনহার বই পরাজিত লোকের হা-হুতাশ ছাড়া কিছু নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এস কে সিনহার বই পরাজিত লোকের হা-হুতাশ ছাড়া কিছু নয় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: এস কে সিনহার বই পরাজিত লোকের হা-হুতাশ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, বাংলার জনগণ এখন আর এসব মেনে নেবে না। তারা এখন উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়।

তাই তারা নৌকা মার্কায় ভোট দেবে।  

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে নির্বাচনী পথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য কথা করেন।  

তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল ক্যু-করার ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখন পরাজিত সেই শক্তি আবার মাথা চারা দিতে চাচ্ছে।  

এসময় তার সঙ্গে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বকুল, অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।