ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতা সোহেলের ৫ দিনের রিমান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
বিএনপি নেতা সোহেলের ৫ দিনের রিমান্ড

ঢাকা: পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম। পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এএইচ তোয়াহা তাকে পাঁচদিনের রিমান্ড দেন।

এর আগে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‍গুলশান-২ নম্বর থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেম সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।