ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

সংসদে হাসিনা-এরশাদ বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
সংসদে হাসিনা-এরশাদ বৈঠক

ঢাকা: দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম কার্যদিবস শেষে সংসদে প্রধানমন্ত্রীর দফতরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নামাজের বিরতির পর প্রায় ঘণ্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

বৈঠকে ঠিক কি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলছে না কেউ। তবে জাতীয় পার্টি সূত্রে জানা যায়, আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাপার কাকে কাকে রাখা যায় সেসব বিষয়ও আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে কেউ কিছু বলেনি। ঘণ্টাবব্যাপি বৈঠকের বিষয়ে বৈঠকে উপস্থিত নেতারা স্বীকার করলেও আলোচনার বিষয়ে কথা বলতে চাননি তারা।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।