ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

নিরাপদ সড়ক আন্দোলন, স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
নিরাপদ সড়ক আন্দোলন, স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার

নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল হক মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সদরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হক মিতু ওই এলাকার মৃত নিলু মিয়ার ছেলে।

 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে কাশিমপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুল হক মিতুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।  

তিনি আরো জানান, ঢাকায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিয়ে নবাবগঞ্জের বিএনপি নেতারা নবাবগঞ্জ সদরে শিক্ষার্থীদের আন্দোলনে নামানোর চেষ্টা করেন। এ ঘটনায় ১২ আগস্ট আজিজুল হক মিতুসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।