ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

বরিশালে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
বরিশালে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীদের মানববন্ধন টায়ারে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জনিসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাকে ছাত্রদলের কলঙ্ক বলে ঘোষণা করেন।

মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা নানা প্ল্যাকার্ডসহ অংশ নেয় এবং টায়ারে আগুন  জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে গত ১৯ আগস্ট বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। মহানগর ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয় রেজাউল করিম রনিকে ও সম্পাদক করা হয় হুমায়ন কবিরকে। এছাড়া জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হয় মাহফুজুল আলম মিঠুকে এবং সাধারণ সম্পাদক করা হয় কামরুল আহসানকে।

যে কমিটি ঘোষণার পর থেকেই জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দলীয় কার্যালয়ে তালা মারাসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে সংঘর্ষের ঘটনাও ঘটে।

অপরদিকে কমিটি ঘোষণার পর পদবঞ্চিত মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচি করলেও তা ছিলো অনেকটা শিথিল পর্যায়ে।

বাংলা‌দেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।