bangla news

বাগেরহাটে তাঁতীলীগ নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৪ ৮:০৮:২৩ এএম
শেখ শিমুল। ছবি: সংগৃহীত

শেখ শিমুল। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব শেখ শিমুলের (৩৭) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ জুলাই) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এ হামলার ঘটনা ঘটে। শিমুল উপজেলার টেংরাখালী গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কচুয়া সদর থেকে টেংরাখালী যাচ্ছিলেন শিমুল। পথে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফাকা জায়গায় দুর্বৃত্তদের হামলা শিকার হন তিনি। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা হামলা করেছে তা এখনও জানা যায়নি। শিমুল কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ করেনি বলেও জানান তিনি। 

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   রাজনীতি হামলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-07-14 08:08:23