ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ছাত্রদলের ১০ ইউনিটের আংশিক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
ছাত্রদলের ১০ ইউনিটের আংশিক কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী, মানিকগঞ্জ, ‍সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর, ময়মনসিংহ দক্ষিণ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সঙ্গে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিগুলো হলো-
ফেনী জেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দীন মামুন ও অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম আকাশ, সহ-সভাপতি নাসির উদ্দিন মানিক, সহ-সভাপতি গাজী ফখরুদ্দিন সেন্টু,সহ-সভাপতি আব্বাস পাটোয়ারী, সহ-সভাপতি কাজী  জামসেদুর রহমান ফটিক, সহ-সভাপতি আবু জাফর চৌধুরী, সহ-সভাপতি মঈনুল হোসেন জ্যাকসন, সহ-সভাপতি এ জি ওসমান গণি মাহফুজ, সহ-সভাপতি আবুল খায়ের লিটন, সহ-সভাপতি বাপ্পা খন্দকার, সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী লাকী, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন ভূঁইয়া মঞ্জু, যুগ্ম সম্পাদক সজিবুল ইসলাম পাটোয়ারী সজিব, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রুমন, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান পারভেজ, যুগ্ম সম্পাদক রশিদ আহমেদ মজুমদার, যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক গোলাম মোর্শেদ শুভ, যুগ্ম সম্পাদক আবু তাহের মিয়াজি, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন চৌধুরী রাসেল, যুগ্ম সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সম্পাদক আহমেদুল হক খোকন, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ বেগ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান, প্রচার সম্পাদক করিমুল হক সুমন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ইশরাত জাহান ভূঁইয়া নিশাত।

গোপালগঞ্জ জেলা শাখায় সভাপতি মিকাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি শাহ নাফিজ রিয়াজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক টি এম নয়ন, যুগ্ম সম্পাদক কামরুল হক টুয়েল, যুগ্ম সম্পাদক আল আমিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমান নির্বাচিত হয়েছেন।  

জামালপুর জেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল রানা খান। সিনিয়র সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, সহ-সভাপতি আসাদুল্লাহ আল মনসুর, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাগর, সহ-সভাপতি রফিকুল আলম রাজু, সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান সুমিল, যুগ্ম সম্পাদক তৌহিদ নসরুল্লাহ, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান নবীন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মানিক, যুগ্ম সম্পাদক বিক্রম হাফিজ শয়ন ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন নির্বাচিত হয়েছেন।    
 
মাদারীপুর জেলা শাখায় সভাপতি হয়েছেন শাহীন মৃধা, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রোমান, সহ-সভাপতি কাজী আজিজুল হাকিম, সহ-সভাপতি রুবেল হাওল, সহ-সভাপতি নাহিদ হোসেন,  সাধারণ সম্পাদক নূর এ মোস্তফা, যুগ্ম সম্পাদক রিপন মুন্সী, যুগ্ম সম্পাদক রেদওয়ান খান শাওন, যুগ্ম সম্পাদক নাসির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সোবাহান মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।                                 
 
মানিকগঞ্জ জেলা শাখায় সভাপতি হয়েছেন রেজাউল ইসলাম খান সজীব, সিনি. সহ-সভাপতি মো. শিপু হায়দার সহ-সভাপতি জনি আহমেদ সুজন, সহ-সভাপতি কামাল আহমেদ সুমন, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি মো. ইব্রাহীম হোসেন, সহ-সভাপতি আরিফুর রহমান রোমান, সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবু, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি নিমির মণ্ডল, সহ-সভাপতি জালালুদ্দিন সুজন, সহ-সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি মোরসালিন পিনন, সহ-সভাপতি এস এম মাইনুল ইসলাম রোমেল, সহ-সভাপতি আমিনুর ইসলাম, সহ-সভাপতি ফুলচান আলী, সাধারণ সম্পাদক নুরশাদ উল ইসলাম জ্যাকি, যুগ্ম সম্পাদক আলমাস হোসেন শামীম, যুগ্ম সম্পাদক মৃদুল কান্তি মণ্ডল, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শুভ, যুগ্ম সম্পাদক মো. সাকিব হোসেন, যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন চাতক, যুগ্ম সম্পাদক মঈন খান, যুগ্ম সম্পাদক মনির হোসাইন, যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম তমাল, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান তপু নির্বাচিত হয়েছেন।                           
 
ময়মনসিংহ উত্তর জেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন নিহাদ সালমান ডুনন, সিনি. সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, সহ-সভাপতি হুমায়ন কবীর, সহ-সভাপতি মো. আজাহার উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মাসুদুল আলম, সহ-সভাপতি সাব্বীর খান, সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, সহ-সভাপতি তাজিজুর রহমান রাঙ্গা, সহ-সভাপতি আমিনুল হক ভূঁইয়া ইথেন, সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি জাকারিয়া আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি মনিরুজ্জামান সুমন, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সভাপতি এ কে এম আরিফুল হক, সহ-সভাপতি শওকত ইসলাম তুষার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।