ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান লিটনের

রাজশাহী: রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে মহানগরীর আরডিএ মার্কেটে গণসংযোগ করেছেন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর আরডিএ মার্কেটে গণসংযোগ করেন তিনি।  

বেলা সাড়ে ১১টায় আরডিএ মার্কেটের প্রধান ফটকের সামনের দোকানগুলো থেকে গণসংযোগ শুরু করেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর আরডিএ মার্কেটসহ আশপাশের বিভিন্ন দোকানে গিয়ে নগরীর উন্নয়নে নৌকায় মার্কায় ভোট চান লিটন।  

এ সময় ব্যবসায়ীরা খায়রুজ্জামান লিটনকে সমর্থন দেন, তার পক্ষে ভোট চান এবং নৌকার বিজয়ের জন্য কাজ করার অঙ্গীকারও করেন।

ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছর খায়রুজ্জামান লিটন মেয়র থাকলে নগরীর অর্থনীতিতে গতি সঞ্চার হতো, ব্যবসা-বাণিজ্যের প্রসার হতো, শিল্প কল-কারখানা গড়ে উঠতো। কিন্তু বিএনপির একজন অযোগ্য মেয়র থাকার কারণে এসবের কিছুই হয়নি। নগরবাসী বুঝে গেছেন, কাকে ভোট দিলে নগরীর উন্নয়ন হবে, কাকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারবেন।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ মাদুদ হাসান বলেন, ‘আরডিএ মার্কেটের সব ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের জন্যে ঐক্যবদ্ধ। যে মানুষ নগরীর উন্নয়নে কোনো অবদান রাখতে পারেন না, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান না, তাকে এবার ব্যবসায়ীরা ভোট দেবেন না। আমরা ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে খায়রুজ্জামান লিটন ভাইকে ভোট দেবো’।

গণসংযোগের সময় এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান তুরু, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রাজিব হাসান, সুলতান আহম্মেদ, এসএম গোলাম আওলিয়া ওলি, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।