ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের আচরণ সব স্বৈরশাসনকে হার মানিয়েছে: বিমানবন্দরে খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
সরকারের আচরণ সব স্বৈরশাসনকে হার মানিয়েছে: বিমানবন্দরে খালেদা জিয়া

ঢাকা: ওমরাহ হজ করতে সোমবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, সরকারের আচরণ সব স্বৈর শাসককেই হার মানিয়েছে।

এর আগে খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের মহাসচিবসহ অন্য নেতা-কর্মী বিমানবন্দরে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন।

এসময় নেতা-কর্মীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাক বিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়।

পরে বিমানবন্দরে পৌঁছে খালেদা জিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এ সরকার দেশের জনগণের জন্য কিছুই করতে পারছে না, কেবল বিরোধী দলকে পদে পদে বাধা দিচ্ছে। ’

ওমরাহ পালনের সময় দেশবাসির জন্য দোয়া করবেন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘একটি ভালো কাজে যাওয়ার সময় দলের নেতা-কর্মীদের সঙ্গে এমন আচরণ সরকারের অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। ’

পরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৪টায় ঢাকা ছেড়ে যান খালেদা জিয়া।

সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ-এর বিশেষ আমন্ত্রণে এবারের ওমরাহ হজ পালনে গেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।