ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিএনপি

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আটক ১৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আটক ১৮ ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়ে ১৮ জনকে আটক করা হয়

সিলেট: সিলেটে পুলিশের গুলিতে ছাত্রদলের মিছিল পণ্ড হয়ে গেছে। এসময় ১৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) বিকেলে নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর ছাত্রদল নগরে বিক্ষোভ মিছিল বের করে।

কর্মসূচি পালনকালে পুলিশ মাইকিং করে মিছির বন্ধের নির্দেশ দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ধাওয়া দিয়ে পুলিশ ১৮ নেতাকর্মীকে আটক করে।  

আটকরা হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক। বাকিদের নাম জানা যায়নি।  

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ প্রতিহত করতে ৪০ রাউন্ড শর্টগানের গুলি ও দুইটি টিয়ারশেল নিক্ষেপ করে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।