[x]
[x]
ঢাকা, সোমবার, ৩০ আশ্বিন ১৪২৫, ১৫ অক্টোবর ২০১৮
bangla news

এমপি হিসেবে শপথ নিলেন হাবিবুন নাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৬:৩৮:৫৫ এএম
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাবিবুন নাহারকে শপথ বাক্য পাঠ করান। ছবি: বাংলানিউজ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাবিবুন নাহারকে শপথ বাক্য পাঠ করান। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বামী তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া আসনে বিনাপ্রতিদ্বন্ধীতায় সংসদ সদস্য হিসিবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার।

বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচনে তার প্রতিদ্বন্ধী কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে নির্বাচিত সদস্য হিসেবে ঘোষণা করে। 

বৃহস্পতিবার (১৪ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে হাবিবুন নাহারকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সংসদের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

হাবিবুন নাহার তার স্বামী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের অসমাপ্ত কাজগুলো করবেন বাকি দিনগুলোতে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসএম/এনএইচটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa