ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনা মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৮
শেখ হাসিনা মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছেন বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সফলভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছে। এখন চলছে মাদকবিরোধী অভিযান। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক নির্মূল করতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, মাদকের ভয়াল থাবায় মাদকসেবীদের পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে।

ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। এজন্য মাদক নির্মূলে কঠোর হয়েছে সরকার। তবে এ অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তার জন্য তিনি আইন-শৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানান।  

ইফতার মাহফিলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা ও দায়রা জজ বেগম ফাহমিদা কাদের, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য কেএম হোসেন আলী হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।  

এর আগে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সদর উপজেলার বাহুকায় যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১২ জুন, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।