ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গাড়ি পোড়ানোর আরো দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মির্জা আব্বাসকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
গাড়ি পোড়ানোর আরো দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মির্জা আব্বাসকে

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গাড়ি পোড়ানোর আরো দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  

রাজধানীর মিরপুর ও নিউমার্কেট থানায় জুন মাসে দায়ের করা গাড়ি পোড়ানোর দুটি পৃথক মামলায় মির্জা আব্বাসকে শনিবার সকাল থেকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার মো. রতন শেখ।



এ কারণে শনিবারেও মুক্তি দেওয়া হয় নি মির্জা আব্বাসকে।

এদিকে, আগের সবক’টি মামলায় জামিন পাওয়ায় মির্জা আব্বাসের মুক্তির আশায় শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পরিবার পরিজন ও কর্মী সমর্থকরা তৃতীয় দিনের মত ভীড় জমান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কালাচাঁদ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বিএনপি নেতা মির্জা আব্বাসের মুক্তি পাবেন আশা করে তার পরিবারের সদস্য ও কিছু সমর্থক সকাল সাড়ে এগারোটার দিকে জেলগেটের সামনে ভীড় জমায়।

এ সময় শান্তিপূর্ণভাবে বিএনপিকর্মীরা জেলগেটের সামনে অবস্থান করে কিছুক্ষণ পরে আবার চলে যায় বলে জানান এসআই কালাচাঁদ।

গত বৃহস্পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত ও শুক্রবার দুপুরেও মির্জা আব্বাসের সমর্থকেরা একই কারণে জেলগেটের সামনে অপেক্ষা করেছিল।

বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।