[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

নির্বাচন কারো জন্য বসে থাকবে না

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-০২ ১১:২২:১৫ এএম
বক্তব্যে রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

বক্তব্যে রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন কারো জন্য বসে থাকবে না। যথাসময়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন।

শনিবার (২ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তারা যদি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে ফের আগুন সন্ত্রাস করে, জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম বারকু, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন ও আই কে শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache