ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংশোধনী বাতিল, এবার ব্যবস্থা গ্রহণের পালা: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
সংশোধনী বাতিল, এবার ব্যবস্থা গ্রহণের পালা: ওবায়দুল কাদের

ঢাকা: সংবিধানে ৫ম ও ৭ম সংশোধনী বাতিলের পর এখন এর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে সরকার। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের শনিবার সকালে এ কথা বলেন।

 

তিনি বলেন, ’আদালত ঘটনার নায়কদের ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এই ঘটনায় যারা মঞ্চ ও নেপথ্যে কুশীলব ছিলেন তাদের ব্যাপারেও আদালতের নির্দেশনা থাকা দরকার। ’

অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচারপতিরাই শপথ করিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কোনো অবৈধ ক্ষমতা দখলকারীদের শপথ করাতে বিচারপতিরা যাতে না যান সে ব্যাপারেও আদালতের দিক-নির্দেশনা থাকা উচিত। ’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নৌকার নতুন প্রজন্ম আয়োজিত ‘১৫ আগস্ট ও ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারি দলের নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন কথা বলা উচিত নয়। দায়িতহীন কথা বলে নতুন নতুন শত্রু ফ্রন্ট খোলা ঠিক হবে না। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। ’

তিনি বলেন, ‘শুধু আবেগ দিয়ে বক্তব্য দিলে হবে না। জনগণের সমস্যাগুলোও দেখতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। ’

ওবায়দুল কাদের বলেন, ’ঘরে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আবেগের কথা শুনতে কারো ভালো লাগবে না। ’

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইসলাম গেলো, দেশ গেলো, ভারতজুজু এই বক্তব্য দিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। এসব করতে গেলে তাদের অতীতের মুসলিম লীগের মতোই ডুবে যেতে হবে। ’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন,  ’খ্যাতি ও সুনাম অর্জন করতে যদি ২০ বছর সময় লাগে সেই সুনাম নষ্ট করে দিতে ২০ মিনিট সময় লাগে না। আমরা যারা সরকারি দলে আছি তাদের এই বিষয়টি মনে রাখতে হবে। ’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আজকের সুর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হক প্রমুখ। সংগঠনের সভাপতি বদিউজ্জামান রাসেল এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশের স্থানীয় সময়: ১৩২৬ ঘন্টা, আগস্ট ২৮, ২০১০ ইং।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।