[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

জনগণ আর কখনও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ৭:১৯:৩৫ এএম
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। ছবি-বাংলানিউজ

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জনগণ বিএনপির চেহারা দেখেছে। জনগণ তাদের আর কখনও ক্ষমতায় দেখতে চায় না। 

সোমবার (১৪ মে) সকালে কুষ্টিয়া শহরের পিটিআইরোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হতে এলাকায় সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীর সমাগম ঘটনানো হয়েছে- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি আজ রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db