[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

আউয়ালকে তরিকতের মহাসচিব পদ থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ১১:২২:২৭ এএম
সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল (ফাইল ফটো)

সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল (ফাইল ফটো)

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালকে তরিকত ফেডারেশনের মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) দলের দফতর সম্পাদক মো. সেলিম মিয়াজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে মহাসচিব পদে দায়িত্ব দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে প্রেসিডিয়াম সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন দলের সভাপতি সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। 

এসময় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে প্রেসিডিয়াম সদস্যদের পরামর্শক্রমে দলীয় গঠনতন্ত্রের ৩০(১) ধারায় সভাপতির ক্ষমতা বলে সংসদ সদস্য এমএ আউয়ালকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অপর সিদ্ধান্তে গঠনতন্ত্রের ২৩(ক) (৬) ধারা অনুযায়ী দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে মহাসচিব পদে মনোনয়ন দেওয়া হয়।

এসময় সভায় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি, সৈয়দ আবু রাজ্জাক হায়দারি, আল্লামা সাইফুল ইসলাম সিদ্দিকী ও সৈয়দ শাহ সুফী কামাল নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসআর/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa