ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

মঙ্গলবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
মঙ্গলবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

ঢাকা: গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে আলোচনা করতে যাচ্ছে বিএনপির সিনিয়র নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

৭ সদস্যের প্রতিনিধি দলে আরো রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

তফসিল অনুযায়ী, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়রসহ কাউন্সিলর পদের প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এরপর ২৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমাদানকারীরা তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।

গাজীপুর সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫। খুলনা সিটি ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত যেখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।