[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

সোমবার জলঢাকায় যাচ্ছেন এরশাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৫ ১০:১৮:৪০ এএম
হুসেইন মুহম্মদ এরশাদ-(ফাইল ফটো)

হুসেইন মুহম্মদ এরশাদ-(ফাইল ফটো)

নীলফামারী: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার (১৬ এপ্রিল) নীলফামারীর জলঢাকায় আসছেন। এসময় তিনি নীলফামারী ও লালমনিরহাট জেলায় দলীয় সমাবেশ, যোগদান অনুষ্ঠান ও সামাজিক আয়োজনে অংশ নেবেন।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তিনি জানান, সোমবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় নীলফামারী জেলার জলঢাকা ডাকবাংলো মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান। বিকেল ৪টায় লালমনিরহাটের আদিতমারীতে কুমড়ীরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজধানীতে ফিরবেন জাপা চেয়ারম্যান এরশাদ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa