[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৫ ৮:২৯:১৬ এএম
জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল আলম হানিফ।

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল আলম হানিফ।

মেহেরপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলায় কারাগারে আছেন। আন্দোলন করে তাকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হবে আইনি লড়াই করে। 

খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না-এমন বক্তব্য দরকষাকষি ছাড়া কিছুই না, যোগ করেন হানিফ।

রোববার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, সব দলের অংশগ্রহণেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল আলম হানিফ। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। 

সভায় উপস্থিত ছিলেন- মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, মেহেরপুর পৌরসভার মেয়র মিজানুর রহমান রিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db