[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

ফাতিমা আমিনের দাফন সম্পন্ন, দোয়া চাইলেন ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৩ ৮:৫৪:০৫ এএম
ফাতিমা আমিনের দাফন সম্পন্ন, দোয়া চাইলেন ফখরুল

ফাতিমা আমিনের দাফন সম্পন্ন, দোয়া চাইলেন ফখরুল

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) বাদ আসর জিলা স্কুল বড় মাঠে তার জানাজা শেষে তাকে পুরাতন ঠাকুরগাঁও কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি অংশ নেয়।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব-এর সভাপতি ডা. জাহিদ হাসান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলুসহ কেন্দ্রীয় নেতারা জানাজায় অংশ নেন।

পরে মির্জা ফখরুল উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db