[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

সিলেটে বিভাগীয় সমাবেশে যাননি মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১০ ৬:০৩:৫৯ এএম
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিশ্বর্ত মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে যাননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনষ্ঠানের প্রধান অতিথি থাকলেও মায়ের অসুস্থতার কারণে সমাবেশে আসতে পারেননি তিনি। 

মঙ্গলবার (১০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাসচিবের পরিবর্তে বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। 

এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অনুমোদন না থাকায় অনেকটা দোলাচলের মধ্যেও বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে সিলেট বিএনপি।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। বেলা ২টার আগে লোকে লোকারন্য হয়ে ওঠে সমাবেশস্থল। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। 

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনইউ/জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache