ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার ভাগ্নে ডিউক চার দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. আলীম হোসেন এ আদেশ দেন।

 

জিজ্ঞাসাবাদের জন্য তিনি আদালতের কাছে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।

ডিউকের আইনজীবী ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন জানান।

আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।

বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডিউককে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এর আগে তার পাসপোর্ট জব্দ করা হয়।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ডিউক তার একান্ত সচিব ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।