ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ১৭, ২০১৮
রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ মার্চ) বিকেলে মধ্য বাহাদুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৫টি রামদা জব্দ করা হয়েছে।

 

জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ কোনো অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে না। ছাত্রলীগ নেতা সুজন স্থানীয় অপরাজনীতির শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।