ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে সুষ্ঠু নির্বাচন চান জাপা প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, মার্চ ১১, ২০১৮
সুন্দরগঞ্জে সুষ্ঠু নির্বাচন চান জাপা প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১১ মার্চ) দুপরে সুন্দরগঞ্জে জাপার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় জাপার প্রার্থী শামীম বলেন, বিগত নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, যার কারণে এ আসনে জাপা আসতে পারেনি।

তিনি নির্বাচন কমিশনকে আসন্ন ১৩ তারিখের নিবার্চনকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, কেন্দ্র দখল করে সিল মারা ও ভোট কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে এবং বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই নির্বাচন কমিশনকে সজাগ দৃষ্টি রেখে রংপুর সিটি কর্পোরেশনের মতো একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।