ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নাঙ্গলকোটে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, মার্চ ৪, ২০১৮
নাঙ্গলকোটে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে আহত

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা।

রোববার (০৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার নাঙ্গলকোট বাজারের একটি রেস্টুরেন্টে ঢুকে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত সুমনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। চারদিকে থমথমে পরিবেশ বিরাজ করছে।

নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফ জানান, তার উপর হামলা হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি অনুসন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০৪,২ ০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ