ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপিকর্মীরাই চান খালেদা কারাগারে থাকুন: হানিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, মার্চ ১, ২০১৮
বিএনপিকর্মীরাই চান খালেদা কারাগারে থাকুন: হানিফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা চান খালেদা জিয়া কারাগারে থাকুন।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপির মহাসচিবসহ নেতারা বলেছেন, খালেদা কারাগারে যাওয়ার পর নাকি বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

প্রতিদিন নাকি ১০ লাখ ভোট বাড়ছে। এগুলো বলার অর্থ হচ্ছে খালেদা কারাগারে থাকুন, আর বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাক।

তিনি বলেন, খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। এর জন্য আওয়ামী লীগের কোনো দায় নেই। বিএনপির নেতারা মিথ্যচার করে যাচ্ছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা আদালতের রায়ের বিরুদ্ধে যে কর্মসূচি ঘোষণা করেছে তা আদালত অবমাননার শামিল। তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। আইনি প্রক্রিয়ায় খালেদা কারাগার থেকে বের হতে হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি,

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু প্রমুখ।

দীর্ঘ ২৪ বছর পর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ