ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাউফলে সভাস্থলে আ’লীগের দু’গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বাউফলে সভাস্থলে আ’লীগের দু’গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি সভাস্থলে আ’লীগের দু’গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি/ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাউফল থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউফল মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য বেলা ১১ টার দিকে হেলিকাপ্টারযোগে উপজেলা পাবলিক মাঠে অতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে সেখানে থেকে হেঁটে থানা চত্বরে যান তিনি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ যৌথভাবে থানার নতুন ভবনের উদ্বোধন করেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপকে বরিশাল ও পটুয়াখালী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা থানা ভবনের সেমিনার কক্ষে নিয়ে যায়। সেখানে থানা কম্পাউন্ডে আয়োজিত সভাস্থলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর শুরু হয়ে যায়। তাৎক্ষণিক বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আ স ম ফিরোজসহ অতিথিরা আসনগ্রহণ করার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

এ বিষয়ে জানতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।