ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হাইকোর্টে বিএনপি নেতারা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
হাইকোর্টে বিএনপি নেতারা  খালেদা জিয়ার জামিন শুনানির আগে বিএনপি নেতারা। ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি উপলক্ষে হাইকোর্টে উপস্থিত হয়েছেন দলটির শীর্ষ নেতারা। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির কার্যালয়ে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।  

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুল হাই, আবুল খায়ের ভূঁইয়া,  যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হারুন অর রশীদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

এ সময় খালেদা জিয়ার জামিন নিয়ে আলোচনা করতে দেখা গেছে।  

বাংলাদেশ  সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।