ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারান্তরীণ দলীয় প্রধান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।  

তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করা হবে।

 

সমাবেশ কোথায় হবে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন,  আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চাওয়া হয়েছে। সেখানে অথবা নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

এ সময় দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।