ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সন্ধ্যায় ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
সন্ধ্যায় ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকা: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতারা। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  

বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

 

বৈঠকে খালেদা জিয়ার মামলা, দেশে চলমান রাজনৈতিক অবস্থাসহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জেন লিমবার্ট এমপি’র নেতৃত্বে ৫ সদস্যের ইউরোপিয়ান পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।