ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ঢাবির বাস থেকে খালেদা জিয়ার নাম মুছল ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ঢাবির বাস থেকে খালেদা জিয়ার নাম মুছল ছাত্রলীগ বাস থেকে নাম মুছে ফেলা হচ্ছে খালেদা জিয়া নাম। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বাস থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ নাম মুছে ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দেওয়া ঢাবির বাসগুলোতে দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নাম ছিল।

একইভাবে অন্য বাসগুলোতে দাতা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।

নাম মুছে ফেলার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন, সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি তাহসান আহমেদ রাসেল, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, উপপ্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীরা।

ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘সাধারণ শিক্ষার্থীসহ কেউই চোর, এতিমের টাকা মেরে খাওয়া দুর্নীতিবাজের নাম দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দেখতে চায় না। ’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। ’

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।