ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার রায়ের দিন সহিংসতায় ৫ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, ফেব্রুয়ারি ১০, ২০১৮
খালেদার রায়ের দিন সহিংসতায় ৫ মামলা খালেদার রায়ের দিন সহিংসতায় ৫ মামলা (ফাইল ছবি)

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত যাওয়ার পথে পথে সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শাহবাগ থানায় ২টি ও রমনা থানায় ৩টি মামলা করে পুলিশ।

পৃথক দুই থানায় দায়ের করা ৫ মামলায় কেন্দ্রীয় নেতাকর্মীসহ ৩শ’৬৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, থানায় দায়ের করা তিনটি মামলায় ১৬০ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, শাহবাগ থানায় দায়ের করা দুইটি মামলায় ২০৮ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।