ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ফেব্রুয়ারি ৯, ২০১৮
রাঙামাটিতে ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আটক

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. হেলালকে নাশকতামূলক হামলার পরিকল্পনাকারী অভিযোগে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের ওমদা মিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।

জেলায় পাঁচদিন বিশেষ অভিযান চালিয়ে এ নিয়ে জেলা বিএনপির সভাপতি, জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সহ সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

তাদের সবার বিরুদ্ধে নাশকতামূলক হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলায় যেকোন পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্কবস্থায় রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও রাঙামাটিতে বিএনপি ছিলো নির্বিকার। জেলার কোথাও কোনো স্থানে তাদের প্রতিবাদের খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা  গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধরনের পরিস্থিতি মেকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।