ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি ছাত্রদলের সভাপতি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রাঙামাটি ছাত্রদলের সভাপতি আটক

রাঙামাটি: নাশকতামূলক হামলার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েমকে আটক করছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের তবলছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান চালিয়ে নাশকতামূলক হামলার পরিকল্পনার অভিযোগে এ পর্যন্ত জেলা বিএনপির সভাপতি, জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সভাপতিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

তাদের সবার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, পুরো জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।