ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ৬২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ৬২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার নয় থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।