[x]
[x]
ঢাকা, রবিবার, ৩ অগ্রহায়ণ ১৪২৫, ১৮ নভেম্বর ২০১৮
bangla news

বাগেরহাটে ৭২ ঘণ্টায় গ্রেফতার ১৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-০৮ ৩:২০:১০ এএম
প্রতীকী

প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটে বিগত ৭২ ঘণ্টায় ১৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মী রয়েছেন।

এর মধ্যে বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীসহ ৩৮ জনকে, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫০ জনকে এবং সোমবার (০৫ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযানে গ্রেফতারকৃত ৩৮ জনের মধ্যে বিএনপি ও জামায়াতের সাত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। 

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db