ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেফতার

ময়মনসিংহ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে ঘিরে নাশকতার মামলায় ময়মনসিংহে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে দুপুরে তাদের আদালতে হাজির করানো হয়েছে।

এদিকে, খালেদার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।